ঢাকাঃ ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর ৬টার দিকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা।
ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে প্রায় ৫ ঘণ্টা পর সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েক ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। যা দ্রুতই কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।
প্রসঙ্গত, চলতি মৌসুমে সপ্তম দিনের মতো ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। সারারাত ফেরি চলাচল করলেও ভোররাতের দিকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বুইউ