দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

জেলা প্রতিনিধি, নওগাঁ ডিসেম্বর ২৩, ২০২২, ১১:২৮ এএম

নওগাঁঃ দেশের সীমান্তবর্তী জেলা নওগাঁয় কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে চলছে। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দিনের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছেন নওগাঁবাসী।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এই শৈত্যপ্রবাহ আরও বেশ কিছু দিন থাকতে পারে আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে। 

তিনি বলেন, শীতের তীব্রতা বেড়েছে। তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি।

বুইউ