ইভিএমে কারচুপির সুযোগ নেই: ইসি রাশিদা

নিজস্ব প্রতিবেদক, রংপুর ডিসেম্বর ২২, ২০২২, ০২:৫৮ পিএম

রংপুরঃ নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। নির্বাচনে যত ইভিএম দরকার তার থেকে দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে সমস্যা হলে এক্সপাট রয়েছে, তাৎক্ষণিক সমাধান করা হবে। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই বরং ইভিএমের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রংপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে সিটি করপোরেশেন নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রাশিদা সুলতানা বলেন, ভোট চলাকালীন ইভিএমে ভোট প্রদান-সংক্রান্ত একটি কাগজের মাধ্যমে লাইনে দাঁড়ানো ভোটারদের দেখানো হবে কীভাবে ভোট দিতে হবে। 

ইসি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আইনের কাঠামোয় যা যা দরকার, সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ইতোমধ্যে পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, মক ভোটের আয়োজন, ইভিএম নিয়ে সচেতনতা সৃষ্টি, নির্বাচনে লেবেল ফিল্ড নিশ্চিত করণে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন প্রিসাইডিং কর্মকর্তা তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন, সেই সময়ে প্রশাসনের কেউ হস্তক্ষেপ কিংবা প্রভাব খাটার চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনকে জানাতে বলছি, এরকম কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রয়োজন মতো সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন চলাকালে কোনও প্রার্থীর লোকজন ভোট কেন্দ্রে কোনও ধরনের প্রভাব খাটায় কিংবা ভোটার বা বহিরাগতদের ভোট কেন্দ্রের গোপন কক্ষ বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বের করে দেবেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবেন। এটা আমি তাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন সবই করবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। ভোটার ছাড়া কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রংপুরে থাকা অচল সব ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ঢাকায় পাঠানো হয়েছে। এর পরিবর্তে সাড়ে তিন হাজারেরও বেশি নতুন ইভিএম ইতোমধ্যে চলে এসেছে। এসব এখন পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার।

এর আগে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাশেদা সুলতানা বলেন, ‘গাইবান্ধার উপনির্বাচনের আগে আমি তিনবার সেখানে গিয়েছি। আমরা নির্বাচনের দিন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেখানে প্রহসনের নির্বাচন হয়ে গেছে। বাইরে মনে হলে ভালোই ভোট হচ্ছে। কিন্তু ভেতরে যাচ্ছে তাই অবস্থা। ভোটারের নিজের ভোট আর একজন দিচ্ছে। এসব অরাজকতার জন্যই পুরো ভোট আমরা বাতিল করে দিয়েছি।’

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে চাকরি যাবে না। কিন্তু অন্যায় অবিচার করলে কঠোর শাস্তি দেওয়া হবে। আপনারা যারা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এবং এটা করতে আপনারা বাধ্য। আপনারা এখন নির্বাচনের কমিশনের অধীনে কারও হুমকি-ধমকি তোয়াক্কা করবেন না, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক চিক্র লেখা নাজনীন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মীনা, রিটানিং কর্মকর্তা আবদুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বুইউ