সীমানা নির্ধারণ নিয়ে এলাকাবাসী ও পাউবো কর্তৃপক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি, নীলফামারী ডিসেম্বর ১৭, ২০২২, ০৩:৫৯ পিএম

নীলফামারীঃ জেলার ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পাউবোর কর্তৃপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছোটপুল বুড়ি তিস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয়রা নদী খননে ব্যবহৃত এস্কাভেটর ও ঠিকাদারের ঘর পুড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

বুইউ