দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে

জেলা প্রতিনিধি, পঞ্চগড় ডিসেম্বর ১১, ২০২২, ১১:৫৯ এএম

ঢাকাঃ হেমন্তের শেষ দিকে এসে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। প্রায় দিনই জেলার তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিলো ১২.০ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে, উত্তরে হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জেলাজুড়ে বইছে উত্তরের হিমেল হাওয়া। যার ফলে শ্রমজীবী মানুষ চরম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। শিশু-বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

বুইউ