রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু হতেই বন্ধ ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ডিসেম্বর ৩, ২০২২, ০২:০৬ পিএম

রাজশাহীঃ বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর ) সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তবে ১০টা থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

এতে ভোগান্তিতে পড়েছেন সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরা।

বিএনপির সমাবেশস্থলের আশপাশে ঘুরে দেখা গেছে, রাজশাহীর পাঠানপাড়া, সিপাইপাড়া, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিসের মোড়, বর্নালী, নগরভবন এলাকায় কোনো ইন্টারনেট নেই। এমন কি এসব এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও বন্ধ করে রাখা আছে।

সমাবেশস্থলে আসা একটি বেসরকারি টিভি চ্যানেলে ক্যামেরা পার্সন মাহফুজ আহমেদ বলেন, ‘সকাল ৮টায় আমরা লাইভ করেছি। কিন্তু সমাবেশ শুরুর পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ১০টায় লাইভ ছিল, দিতে পারিনি। পরে অফিসে গিয়ে ব্রডব্যান্ড-সাহায্যে ফুটেজ পাঠিয়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, সমাবেশ চলাকালে ইন্টারনেট সভা বন্ধ থাকবে। এমনটাই আগে থেকে নির্দেশনা ছিল।

রাজশাহী বিভাগীয় সমাবেশের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ সরকার আমাদের সব কাজেই বাধা দিচ্ছে। ইন্টারনেট বন্ধও একটি বাধা। আমাদের সমাবেশ যাতে বিপুল পরিমাণে প্রচার না পায় এজন্য তারা ভয়ে বন্ধ করে রেখেছে।

বুইউ