ঋণের চাপ ও পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া অক্টোবর ২৪, ২০২২, ০৩:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার সরাইলে ঋণের চাপ সহ্য না করতে পেরে পরিবারের সাথে অভিমান করে তাজুল ইসলাম (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৩ অক্টোবর) রাতে সদর ইউনিয়নের আরিফাইল গ্রামের এ ঘটনা ঘটে। 

সোমবার (২৪ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাজুল ইসলামের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তাজুল ইসলাম সরাইল উপজেলার আরিফাইল গ্রামের দক্ষিন পাড়ার মঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের লোকেরা জানান, তাজুল ইসলাম এলাকার অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণে পড়েন। মানুষের ঋণের চাপে তাজুলের পরিবারের সাথে একাধিকবার তার ঝামেলা হয়। গতকাল রাতেও তার পরিবারের সাথে ঋণের টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। তাজুল ইসলাম ঋণের চাপ ও পরিবারের সাথে অভিমান করে তার শোবার ঘরে সিলিংয়ের সাথে বেল্ট প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকেরা দেখতে পেয়ে তাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

মো. আজহার উদ্দিন/এমএম