দিনাজপুরঃ দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার মামলাটির শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন দায়রা জজ-৩ এর বিচারক বেগম সাদিয়া সুলতানা।
আদালতের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের বিচারক পরিবর্তন হওয়ায় নতুন বিচারক পুনঃযুক্তি-তর্ক শুনানি করেন।
গত ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম, তৎকালীন ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে হাতুড়ি দিয়ে তাঁকে ও তাঁর বাবাকে পিটিয়ে পালিয়ে যায়। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও পরে এয়ার অ্যাল্ফু্বলেন্সে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর ওয়াহিদা খানমের ভাই পুলিশ পরিদর্শক শেখ ফরিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে বরখাস্ত হওয়া মালি রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল।
এসএস