রাজবাড়ীঃ পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একই মঞ্চে সকল ধর্মের মানুষ একই সাথে র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফদিন হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, পাংশা মডেল থানার ওসি মোহাম্মাদ মাসুদুর রহমান, পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাশ সাগর, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সজ্ঞালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সামুদুর রহমান রুবেল।
বক্তারা বলেন, পাংশায় ইতিপূর্বে ধর্ম পালনে সমস্যা হয় নাই, সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। আগামীতে সামাজিক সম্প্রতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, মন্দির কমিটির প্রধানগণ, মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
সৈকত শতদল/এমবুইউ