১০১ বই দেনমোহরে বিয়ে করলেন নিখিল-সান্ত্বনা

জেলা প্রতিনিধি, বগুড়া সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৩:০০ পিএম

বগুড়াঃ কনের বই পড়ার প্রতি ব্যাপক আগ্রহ ছোটবেলা থেকেই। সেই ভালোবাসা থেকে বিয়ের সময় দেনমোহর হিসেবে টাকা কিংবা গয়না নয়, স্বামীর কাছ থেকে ১০১টি বই চেয়েছেন নববধূ। 

এই ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার শিক্ষক সান্ত্বনা খাতুন। আর এই অভিনব দেনমোহর নেওয়া বিয়ের সাক্ষী হয়েছে ধুনটের গোসাইবাড়ি কাজী অফিস। 

নওশাদ ও সান্ত্বনা পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। তিনি কবিতা লেখার পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। সান্ত্বনা বগুড়া শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক। 

সান্ত্বনা সোনাতলা উপজেলার মোস্তাফিজুর রহমানের মেয়ে। নওশাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে। তিনি লেখালেখি করে নিখিল নওশাদ নামে। ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক তিনি। 

প্রথমে নিখিলের লেখার প্রেমে পড়েন শান্ত্বনা। এরপর তাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে। প্রেমের সূত্র ধরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। 

তখন সান্ত্বনা শর্ত দেন, গয়না নয়, বিয়ের দেনমোহর হিসেবে তাকে ১০১টি প্রিয় বই উপহার দিতে হবে। নিখিল এই শর্তে রাজিও হয়েছেন। এর মধ্যে ঢাকা ও বগুড়া থেকে সান্ত্বনার পছন্দের ৭০টি বই কিনেছেন। বাকি ৩১টি বই তিনি কিছুদিনের মধ্যেই কিনে দেবেন। এই বিয়েকে আত্মীয় স্বজনরাও ব্যক্তিক্রমী বলছেন। 

তবে এই বিয়ে দুপুরের পর পড়ানো হলেও রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির স্বীকার হন তারা। বই দেনমোহর দেওয়ার কথা শুনে স্থানীয় কাজী অফিসের রেজিস্ট্রার আব্দুল হামিদ বিয়ে নিবন্ধনের পক্ষে সায় দেন নি। কী কারণে বিয়ে রেজিস্ট্রি করাননি তার ব্যাখ্যাও দিতে পারেননি তার ছেলে বাবু। ওই এলাকায় বিয়ে বাবার পক্ষে বাবুই রেজিস্ট্রি করেন।   

অবশেষে আট কিলোমিটার দূরে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করেছেন তারা। ততোক্ষণে অবশ্য বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। সময়ও তিন ঘণ্টা বেশি লেগেছে। এই কাজী অফিসের রেজিস্ট্রার আব্দুল হান্নান অবশ্য দেনমোহরে বই দেওয়ার পক্ষে আইনও দেখিয়েছেন। 

বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্ন নিখিল ও সান্ত্বনার। সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন। 

কনে সান্ত্বনার প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে।

বিয়ের কাবিননামায় দেনমোহরের ঘরে ১০১টি বইয়ের উল্লেখ করা হয়েছে, যার মূল্যমান নির্ধারণ করা হয়েছে দুই লাখ দুই হাজার টাকা। প্রতিটি বইয়ের মূল্য গড়ে দুই হাজার টাকা ধরে এই হিসাব করা হয়েছে। 

এমএম