দুপচাঁচিয়ায় ১০ মিনিটের ব্যবধানে ইজিবাইক চুরি, আটক ৩

উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া) সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:৩৫ পিএম

বগুড়াঃ মাত্র ১০ মিনিটের ব্যবধানে চালকের ইজিবাইক চুরি করে চোর সিন্ডিকেটের পেশাদার সদস্যরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)  জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় ওই চুরির ঘটনা ঘটে। একইদিন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের বেলহট্টি নামকস্থানে ওই চুরিকৃত ব্যাটারীসহ ইজিবাইক আটক করে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ১ জন এবং তদন্তপ্রাপ্ত হয়ে আরও ২ জন ইজিবাইক চোরকে আটক করে দুপচাঁচিয়া  থানা পুলিশ। 

আটককৃতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর শাহপাড়ার বাবলুর ছেলে রাকিব (২৫), আ. গফুরের ছেলে জাহিদ (২৬) এবং আলীমুদ্দিনের ছেলে রাসেল (২৬)। 

পুলিশ জানায়, ইজিবাইক চুরির ঘটনায়  জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর পারঘাটের মৃত নগেন্দ্র মহন্তের ছেলে ইজিবাইক চালক বালী মহন্ত (৪৫) মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপচাঁচিয়া থানায় একটি মামলা (নং ৯) দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১.৩০টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ইজিবাইক রেখে ব্যক্তিগত মোবাইল ফোনে ফ্লেক্সিলোড দিতে যায় চালক বালী মহন্ত, এর ১০ মিনিট পর বেলা ১১.৪০টার দিকে সে ওইস্থানে এসে তার ইজিবাইক দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে চালক বালি মহন্ত জানতে পারে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের বেলহট্টি নামকস্থানে একটি চুরিকৃত ইজিবাইকসহ ১ ব্যক্তি কে আটক করেছে স্থানীয়রা। ওইদিন দুপুর ২.০০ টার দিকে উক্তস্থানে পৌঁছে চুরিকৃত ইজিবাইকটি নিজের বলে শণাক্ত করে চালক বালী মহন্ত। পরে দুপচাঁচিয়া থানায় খবর দিলে ইজিবাইকসহ ১ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সুজাউদদৌলা জানান, ইজিবাইকসহ রাকিব কে আটক করলে চুরির ঘটনায় আরও ২/৩ জন সহযোগী জড়িত বলে স্বীকার করে সে। পরে পুলিশী  তদন্তে ২ জন সহযোগী কে সনাক্ত করে মঙ্গলবার মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে জাহিদ ও রাসেলকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটক ব্যক্তিরা চুরি সিন্ডিকেটের পেশাদার সদস্য। আরও সদস্যদের শণাক্তের জন্য কাজ করছে পুলিশ। আটককৃতদের বুধবার (১৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

দেওয়ান পলাশ/এমএম