মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

সারাবাংলা ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২২, ০২:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার গোমস্তাপুরে মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় শাহ আলম (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোর শাহ আলম একই এলাকার মো. কাবির আলীর ছেলে। সে স্থানীয় এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে বাড়িতে বসে মোবাইল ফোনে পাবজি গেম খেলছিলো শাহ আলম। এ সময় তার মা হাত থেকে মোবাইল কেড়ে নেন। কিছুক্ষণ পর নিজ ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে শাহ আলম। পরে পরিবারের বিষয়টি টের পেয়ে পুলিশের খবর দেন।

শাহ আলমের বাবা কাবির আলী বলেন, ‘আমার ছেলেটি অনেক জেদি। একটু বকাঝকা করলে না খেয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতো। পড়াশোনার পাশাপাশি এক বছরের বেশি সময় ধরে স্থানীয় একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করছিল। সে মোবাইল গেমে আসক্ত ছিল। আজ সকালে বিছানা থেকে উঠতে বললেও না শোনায় ওর মা জোর করে ফোন কেড়ে নেয়। এরপর ঘরে ঢুকে আত্মহত্যা করে।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এমবুইউ