রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

জেলা প্রতিনিধি, রাজশাহী সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:৫০ এএম

রাজশাহীঃ পদ্মা নদীর প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চারজন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে আমাদের কাছে নৌকাডুবির খবর আসে। ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধার কর্মীরা। চারজন ডুবুরি অভিযানে আছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।

তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড়বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিল। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ১৬ আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও চারজন তলিয়ে যান। 

এদিকে উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিনজন আরোহী নিয়ে ডুবে যায় ঘাসবোঝাই আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।

এমবুইউ