নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: নিহত ১

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ সেপ্টেম্বর ১, ২০২২, ১২:১০ পিএম

নারায়ণগঞ্জঃ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। আহত হয়েছেন শতাধিক মানুষ।

জানা গেছে, নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। সংঘর্ষ এখনও চলমান আছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) নাজমুল হাসান বলেন, অনুমতি ছাড়া বিএনপি নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। তারা বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়।   

এমবুইউ