নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় কুতুবপুরের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারকে (৫৫) রাজধানীর সূত্রাপুর থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার সূত্রাপুর থেকে তাকে আটক করে ৬টার দিকে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়।
আলাউদ্দিন হাওলাদারের আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন।
তিনি বলেন, আলাউদ্দিন হাওলাদার মামলার পরপরই পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে ঢাকার সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত বছর ১২ ডিসেম্বর শাহী মহল্লা এলাকা থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিদেশি জাতের ছাগল চুরি হয়। এ ঘটনায় ৩১ ডিসেম্বর মুসলিমপাড়া এলাকার রাতুল ও নাঈম নামে দুই যুবককে ধরে আনা হয় কুতুবপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের অফিসে। এখানে এই নেতার নির্দেশে তারই সামনে ওই দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। নির্যাতনের ঘটনা নিয়ে ৯ জানুয়ারি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলে শুরু হয় ব্যাপক তোলপাড়।
১০ জানুয়ারি নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আলাউদ্দিন হাওলাদারসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত রবিন ও ইউনুছ নামে দুই যুবককে আটক করে।
আগামী নিউজ/এসএম/এনএনআর