জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা, আটক ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি আগস্ট ৬, ২০২২, ০২:১৯ পিএম

ঢাকাঃ সাভারের আশুলিয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করায় তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। শনিবার (০৬ আগস্ট) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বিপ্লব (৩০), রাসেল (৩০) ও আলীরেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শিমুলতলা এলাকায় লোকজন জড়ো হতে থাকে। তারা বিক্ষোভ ও বিশৃঙ্খলার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেলে লাঠিসহ তিনজনকে আটক করা হয়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমবুইউ