রাজবাড়ীঃ বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার (১ম স্থান) অর্জনকারী রাজবাড়ীর কৃতি সন্তান আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ভেষজ বিজ্ঞানী ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা, মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী ও রোটারী ক্লাব অফ বনানী, ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলার ১৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঔষধ বৃক্ষ নিম চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান বক্তা ছিলেন ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার সভাপতি সোরায়োর মোর্শেদ স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন সুলতানা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক রেজাউল হক প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিরাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ড. নিম হাকিম ইতিপূর্বে বিশ্ব নিম সংস্থা (GNO) কর্তৃক মহাত্মা গান্ধী কাঁশি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিম সম্মেলনে ‘গ্লোবাল নিম রত্ন’ খেতাবে ভূষিত হন। তিনি জাতিসংঘ স্বীকৃত ওয়ার্ল্ড নিম অর্গানাইজেশনের ভাইস-চেয়ারম্যান ও পরিচালক (এশিয়া) এবং বাংলাদেশ নিম ফাউন্ডেশন এর চেয়ারম্যান।
এছাড়াও বাংলাদেশ নার্সারী মালিক সমিতিরও চেয়ারম্যান। নিম অর্গানিক লিঃ ও পারমাথেরাপি হিলিং সেন্টার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি সমগ্র বিশ্বের একমাত্র ঔষধি উদ্ভিদের জিন ব্যাংকের প্রতিষ্ঠাতা। ভেষজ দিয়ে তিনি ১০৯টি প্রসাধনী ও ফাংশনাল ফুড উদ্ভাবন করেছেন।
তার সংগ্রহে রয়েছে বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ ও ঔষধি উদ্ভিদ। তার গবেষণা, সংরক্ষন ও উদ্ভাবনের জন্য শিল্পাচার্য জয়নুল আবেদীন র্স্বণ পদকসহ বহু দেশী ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন । ‘পারমাথেরাপি’ নামক একটি স্থায়ী রোগ নিরাময়ক চিকিৎসা বিজ্ঞানের জনক তিনি। ড. নিম হাকিম একজন সমাজ বিজ্ঞানী, হার্বালিষ্ট, নিমোলজিষ্ট, পারমাকালরারিষ্ট ও পারমাথেরাপিষ্ট।
ড. নিম হাকিম আগামী নিউজ ডট কম নামক একটি মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।
এমবুইউ