স্বামী-স্ত্রীর ঝগড়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২২, ০২:২১ পিএম
পরিবারের আহাজারি

ভোলাঃ জেলার সদর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গেলে মো. নাহিদ (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (১০ জুলাই) সকালে সদর উপজেলার সিফলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত মো. রায়হানকে আটক করেছে পুলিশ। নাহিদ সিফলী গ্রামের শাহ আলমের ছেলে। রায়হান একই গ্রামের মো. বশিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রায়হান ও তার স্ত্রী ঝগড়া করছিলেন। এক পর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এরপর নাহিদদের বাসার সামনে দিয়ে দৌড়াতে থাকেন ওই গৃহবধূ। রায়হানকে থামাতে এগিয়ে এলে হাতে থাকা বঁটি দিয়ে নাহিদের ঘাড়ে আঘাত করেন। দ্রুত উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রায়হানকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমবুইউ