খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা জুলাই ৭, ২০২২, ০২:৪০ পিএম

গাইবান্ধাঃ ঘোড়ার গাড়িচালক রবিউল ইসলামের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছোট ভাই শফিউল হোসেন, স্ত্রী সাবিনা বেগম, ছেলে শাকিল হাসান, ভাই মিজানুর রহমান, মতিউর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঘোড়ার গাড়িচালক রবিউল ইসলামকে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার একমাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে পুলিশ দুজন আসামি ছাড়া অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম রবিউলকে হারিয়ে পরিবারের লোকজন দিশেহারা। তাই দ্রুত রবিউলের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৮ মে চর খোর্দ্দা গ্রামের একাব্বর আলীদের সাথে একই এলাকার আব্দুস সোবহান গংদের জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে ঘোড়ার গাড়িচালক রবিউল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত হয়। এর একসপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মারা যায়। এ ঘটনায় ১৮ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আব্দুস সোবহান মন্ডল ও কুদ্দুস মন্ডল নামে দুজন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সুদীপ্ত শামীম/এমবুইউ