গাইবান্ধাঃ জমির জন্য ছেলে-বৌয়ের নির্যাতনে ৩ বছর ধরে বাড়ি ছাড়া বৃদ্ধা মা।প্রতিকার চেয়ে অনেকের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
বর্তমানে মাথা গোঁজার ঠাই নেই বৃদ্ধা মায়ের। ভয়-আতঙ্কে এবাড়ি-ওবাড়ি পালিয়ে বেড়াচ্ছেন তিনি। বসতভিটের জমি লিখে না দেয়ায় ছেলে ও তার স্ত্রীর কাছে নির্যাতনের শিকার মর্জিনা বেওয়া।
ঘটনাটি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তরফ আল গ্রামের। মর্জিনা বেওয়া ওই গ্রামের মৃত ইউনুস আলী সরকারের স্ত্রী। এমন ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হলেও ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা।
বৃদ্ধা মায়ের অভিযোগ, ছেলে ও ছেলের বউ তাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ ঘটনায় অনেকের দ্বারে ঘুরেও প্রতিকার মেলেনি। উল্টো প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগী মা ও তিন বোনকে হয়রানি করছেন ছেলের বউ।
দ্রুত এই ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছেন বৃদ্ধা মা মর্জিনা বেওয়া।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, বৃদ্ধা মাকে নির্যাতনের বিষয়ে লোক মুখে শুনেছি।
শামীম সরদার/এমবুইউ