পিরোজপুরঃ জেলার মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (৫০), হিরু সিকদার (৫০) নামে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দু’জন।
ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহন আজ বেলা ১২টার দিকে তুষখালী মহিউদ্দিন মহারাজ ডিগ্রী কলেজ সংলগ্ন জমাদ্দার বাড়ির সামনে বনফুল পরিবহন ট্রলি গাড়িটি পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছে আরো দুজন। আহতরা হলেন- উপজেলার উত্তর সোনাখালী গ্রামের বাবুল মিয়ার পুত্র শাহিন (৩৮), একই এলাকার রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ (৫৮)।
নিহত জাহাঙ্গীর উত্তর সোনাখালী মৃত নয়া মিয়ার পুত্র এবং মৃত হিরু সিকদার সাপলেজা বাবুর হাট জয়নাল জমাদ্দারের ছেলে।
স্বজনরা জানান, জাহাঙ্গীর ও হিরু মিয়া গরু বিক্রি করে ভান্ডারিয়া থেকে একটি ট্রলিতে মঠবাড়িয়া উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ঘাতক বনফুল পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তারা নিহত হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের কাছ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ দিলে বনফুল পরিবহন ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মনিরুল ইসলাম/এমবুইউ