কোরবানি ঈদে নজর কাড়ছে কালাপাহাড়-ধলাপাহাড় ও কেজিএফ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ জুন ৩০, ২০২২, ০১:০৫ পিএম

গোপালগঞ্জঃ মুসলমানদের ঈদ-উল-আযহার প্রধান অনুসঙ্গ পশু কোরবানি। কোরবানি সামনে রেখে যে যার সামার্থমতো পশু কিনে কোরবানী করে থাকে। সমাজের বিত্তবানদের চোখ থাকে সাধারণত বড় বড় গরুর দিকে। এসব বিত্তবানদের চাহিদা মেটাতে ও বাণিজ্যিক উদ্দেশ্যে গরু খামারীরা তাদের খামারে বড় বড় গরু পালন করে থাকেন। 

গোপালগঞ্জের সফল গরুর খামারী মো: টুটুল দাড়িয়া। গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে গড়ে তুলেছেন, সাব্বির এ্যাগ্রো খামার। তার খামারে এবারের কোরবানী ঈদের জন্য তিনি বিশেষ জাতের গরু পালন করে বড় করে তুলেছেন। তিনটি নাম দিয়েছেন, কালা পাহাড়, ধলা পাহাড় এবং কেজিএফ। তিনটি গরুই সকলের নজর কাড়ার মতো। প্রতিটি গরুতে আনুমানিক ৩৫ থেকে ৪০ মন ওজন হবে বলে ধারনা করছেন খামার মালিক। তার খামারে গরু তিনটি দেখার জন্য স্থানীয়রাসহ আশপাশে মানুষ মাঝে মধ্যে ভিড় করছেন। তিনি গরু তিনটি এবারের কোরবানী ঈদে বিক্রি করবেন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ধারণা করছেন, প্রতিটি গরু গড়ে ১২ তেকে ১৩ লক্ষ টাকা বিক্রি করবেন। 

তিনি বলেন, আমি আমার খামারে পালন করা গরুতে কখনো ক্ষতিকারক খাবার বা ইনজেকশন পুশ করিনা। সম্পূর্ণ দেশি খাবার ও খইল ও ভুশি খাইয়ে গরু লালন-পালন করি। আমার খামারের গরুতে ভোক্তারা কখনো প্রতারিত হবেনা এ কথা আমি নিশ্চি দিয়ে বলেতে পারি। তিনি বলেন, যদি কেহ এই তিনটি গরু দেখতে বা কিনতে চান তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বর ০১৭১৪-৫৯২৯৫২।

সৈয়দ আকবর হোসেন/এমবুইউ