শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামির বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০২২, ০২:০৬ পিএম

ঢাকাঃ সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের প্রধান আসামি সেই ছাত্রের বাবা উজ্জ্বলকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান

এর আগে মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, ‘শিক্ষককে হত্যার ঘটনার পর থেকেই ওই ছাত্র এবং তার পুরো পরিবার আত্মগোপনে চলে যায়। উজ্জ্বল তার বাড়ির এক ভাড়াটিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে ছিলেন। পরে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। দ্রুত ওই স্কুলছাত্রকেও গ্রেফতার করা হবে।’

ওসি আরও জানান, গ্রেফতার উজ্জ্বলকে আদালতে পাঠানো হবে। তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে। 

শিক্ষক উৎপলকে হত্যার ঘটনায় ওই স্কুলছাত্রকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও তিন-চার জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত শিক্ষকের ভাই অসীম কুমার মামলাটি করেন।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এর পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

এমবুইউ