ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০২০, ১২:০৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এনায়েত সেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, একাধিক ডাকাতি মামলার আসামি এনায়েতকে আটক করে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে সেখানে ওতপেতে থাকা ডাকাত দলের অপর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ১৫ মামলার আসামি এনায়েত সেক নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আগামী ‍নিউজ/কেএমআর/এসএম/এনএনআর