মঠবাড়িয়ায় অবৈধ ইটপাঁজায় ৩০ হাজার টাকা অর্থদন্ড

উপজেলা প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর) মে ২৬, ২০২২, ০৪:১৮ পিএম

পিরোজপুরঃ মঠবাড়িয়া অবৈধ ইটপাঁজার মালিককে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ইটপাঁজা গুড়িয়ে দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত। 
আজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মি: সময় এক অভিযোগের ভিত্তিতে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৯নং পাঠাকাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইলিয়াস অবৈধ ভাবে ইটপাঁজা পোড়ানোর অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। 

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত বলেন, ইসমাইল হাওলাদারের মালিকানাধীন অবৈধ ইটের পাঁজায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উক্ত আইনের ৪,৫,৬ ও ৮ ধারার লঙ্ঘন মোবাইল কোর্টের সম্মুখে সংঘটিত হয়। আসামীর স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অবৈধ ইটের স্থাপনা অপসারনের নির্দেশ দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন এ ধরনের অবৈধ ইটপাঁজা ও ইটভাটা স্থাপনায় আমাদের অভিযান অব্যহত থাকবে। 

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। 

মনিরুল ইসলাম/এমবুইউ