ফরিদপুরঃ জেলার মধুখালীতে থেকে ২৮২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক করেছে র্যাব। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৮ টা ৫ মিনিটের সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজস্থ মাগুরা টু ফরিদপুর মহাসড়ক হতে আড়পাড়া গামী সড়ক সংলগ্ন মোড়ে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মাতুব্বর (৩৮) কে আটক করে। সে একই জেলার সালথা উপজেলার কাকদী গ্রামের মোঃ ইকরাম মাতুব্বরের ছেলে।
এ সময় তার হেফাজত হতে ২৮২ (দুইশত বিরাশি) বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি ইজিবাইক জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
সালেহীন সোয়াদ সাম্মী/এমএম