হবিগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা বুধবার

হবিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১৩, ২০২০, ০১:২৯ পিএম

হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পইল গ্রামে প্রতি বছরের মতো এবারো ঐতিহাসিক মাছের মেলা বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা উদযাপন কমিটি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেলার শুরু হলেও মূল মাছের মেলা হবে বুধবার।

ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় অংশগ্রহণকারী দোকানিরা আসা শুরু করেছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজন করা হলেও মাছের মেলা হিসেবেই সবার কাছে পরিচিত রয়েছে। মেলার মূল আকর্ষণ বড় বড় মাছ। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ ফুটে উঠেছে। জুয়াসহ বিভিন্ন ধরনের লটারি নিষিদ্ধ করা হয়েছে এ মেলায়।

পইল ইউনিয়নের চেয়ারম্যান ও মেলা উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মইনুল হক আরিফ জানান, মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক রাখা হয়েছে।

আগামী নিউজ/এসএ/এসএম/এনএনআর