দিনাজপুরঃ জেলার বীরগঞ্জে ৪নং পাল্টাপুর ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ-আল সাঈদের প্রজেক্ট, জার্নি টু ইকুয়াল রাইটসের আয়োজনে, তরুন আদিবাসী জনগোষ্ঠীর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
শুক্রবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ-আল সাঈদ। তিনি বলেন, আদিবাসী বাঙালি জনগোষ্ঠীর তরুনদের একীভূত করণ ও সমাজের বৈষম্য দূরীকরনের উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছে প্রজেক্ট, জার্নি টু ইকুয়াল রাইটস। এ সময় আদিবাসী তরুনীদের মধ্য থেকে মুকুল মুরমু বলেন, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার নিয়ে সচেতন নয়, নাগরিক অধিকারগুলো নিয়ে আমাদের সচেতন করতে বাঙালি সমাজ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারডেম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান, বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ সিফাত ইসলাম, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ৬নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উত্তম শর্মা/এমএম