শরীয়তপুরঃ জেলার নড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র জেলেদের মাঝে বকনা গরু বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার মৎস অফিস থেকে ৭ টি ইউনিয়নের হতদরিদ্র জেলেদের মাঝে এ বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।
জানা গেছে, জেলেদের ভাগ্য উন্নয়নে মা ইলিশ সংরক্ষণ এর সময় সহযোগিতা হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলা মৎস অফিস কর্মকর্তা বলেন, প্রাথমিক পর্যায় নড়িয়া উপজেলার ৭টি ইউনিয়নে হতদরিদ্র ১০ জন জেলেদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করা হয়। জেলেরা এ বছর এ বাছুর পেয়ে অনেক উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃজাকির হোসেন মৃধা, প্রাণিসম্পদ কর্মকর্তা,ইউনিয়ন জনপ্রতিনিধি, মৎসজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের জেলারা।
মো.জামাল হোসেন/এমএম