পিরোজপুরঃ মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ভূমিহীন গৃহহীনদের মাঝে ৩০টি ঘর হস্তান্তরের লটারী অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নে মুজববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ তৃতীয় পর্যায়ে ৩০টি জমিসহ ঘর আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। এর পূর্বে গত ২১ এপ্রিল অনানুষ্ঠানিক ভাবে জমিসহ ঘর লটারির মাধ্যমে উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। এই প্রকল্পের সাইটে কমিউনিটি সেন্টার, মসজিদ, কবরস্থানসহ প্রয়াজনীয় নাগরিক সুবিধা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত জামিল সৈকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ নাসির হাওলাদার, ইউপি সদস্যগন।
উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক বলেন, আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করবেন। এর পূর্বে ২১ এপ্রিল অনানুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে লটারির মাধ্যমে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, অতি দ্রæত সময়ের মধ্যে কাজ শেষ করে তাদের মাঝে ঘর হস্তান্তর করলে উল্লাসে মেতে উঠছেন সকলেই। মনে হয় যেন তাদের মাঝে অগ্রিম ঈদের আমেজ চলে আসছে।
মনিরুল ইসলাম/এমএম