কাপ্তাই বন্য হাতির আক্রমনে ভারসাম্যহীন নারীর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি এপ্রিল ২১, ২০২২, ১২:৪৪ পিএম

রাঙ্গামাটিঃ কাপ্তাই নৌবাহিনীর পার্শ্ববর্তী এলাকায় বন্য হাতির আক্রমনে ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয়হীন নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার(২০ এপ্রিল)  রাত আনুমানিক পৌনে নয় ঘটিকায় ঘটনাটি ঘটেছে বলে জানান বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

তিনি আরো জানান, কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশপাশে এলাকায় সন্ধ্যার পর বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয় এলাকায় চলে আসে এবং অনেক সময় মূল সড়ক পর্যন্ত অবস্থান করে।  ভারসাম্যহীন এই মহিলাটি সড়কের হাতির সামনে পড়লে হাতির দলটি আক্রমন করে ঘটনাস্থলে মৃত্যু ঘটে।

এদিকে অজ্ঞাত নারীর হাতির আক্রমনে নিহতের খবরটি ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক রাতের বেলায় ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্যসহ বন বিভাগের কর্মীরা।  পাশাপাশি ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত মহিলার লাশটি উদ্ধার করে কাপ্তাই লগগেইটে নিয়ে আসেন।এ

দিকে পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বলেছেন, যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন নারীর লাশ, সেজন্য আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয়দের সাথে আলাপ করে নিহত মহিলার জানাজার ব্যবস্থা গ্রহন করেছি।

নিউটন চাকমা/এমএম