হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধায় দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পায় পুলিশ। পরে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ ড্রাম ভর্তি বিপুল পরিমাণ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তাকে সিএনজি করে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই তরিকুল ইসলাম, কনস্টেবল জুয়েল, ইমরান, লিটন, নির্মলকে তারা পিটিয়ে আহত করে, পুলিশ বহনকৃত সিএনজি ভাংচুর করে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে কনস্টেবল জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।
এবিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম সত্যতা নিশ্চিত করেছেন।
শংকর শীল/এমএম