দুপচাঁচিয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান: আটক ৪

দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি মার্চ ২৮, ২০২২, ০৪:১৬ পিএম

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় রোববার (২৭ মার্চ) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে আটক করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে তাদের সোমবার (২৮ মার্চ)
আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

পুলিশ বলছে, গোপন সূত্রের বরাতে রোববার রাতে মাদক বিক্রির খবরে  দুপচাঁচিয়া উপজেলাধীন দুপচাঁচিয়া পৌরসভাস্থ কুন্ডুপাড়া এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ লোকনাথ মন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন এসআই মোসাদ্দেকূল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে দুপচাঁচিয়া কুন্ডুপাড়ার আব্দুর রশিদের ছেলে শাহিনুর প্রাং (৩২) কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

অপরপক্ষে রোববার রাতে অভিযান চালিয়ে ১১ মার্চ দায়েরকৃত জুয়া মামলার ৩ পলাতক আসামী কে আটক করেছে এসআই নিয়ামান নাসিরসহ সঙ্গী ফোর্স।

আটককৃত জুয়াড়ীরা হলো- দুপচাঁচিয়া উপজেলার ভালী কাথহালী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে সেলিম মোল্লা(২৭), কাথহালী শিবুরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিন(২৬) এবং মৃত মজিবর রহমানের ছেলে আলতাফ হোসেন (৩৫)।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, মাদক ও জুয়ারোধে অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ান পলাশ/এমএম