খুলনাঃ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলাকালে খুলনায় ছয় জন আটক করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টায় মিছিলের প্রস্তুতি নিলে পিকচার প্যালেস মোড় ও ডায়াবেটিস অফিসের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল নামুন বলেন, সকালে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে ছয় জনকে আটক করা হয়েছে।
নগর সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সকাল থেকে বামজোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। পুলিশি বাধার কারণে পিকেটিং করতে পারেনি। সকাল ৮টার দিকে পুলিশ ছয় জনকে আটক করে। পরে নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যায়।
তিনি জানান, পুলিশ গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক অ্যাডবোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোধ রায়, কিংশুক রায় ও রাসেলকে পুলিশ আটক করেছে।
এমএম