রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক‍্যাম্পের আয়োজন

রাঙ্গামাটি প্রতিনিধি মার্চ ২৫, ২০২২, ০৪:০০ পিএম

রাঙ্গামাটিঃ নানিয়ারচর সেনা জোনের  সার্র্বিক তত্ত্বাবধানে শুক্রবার বার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সকালে নানিয়ারচর সেনা জোন কমান্ডার লে: কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন  পিএসসি এর নেতৃত্বে সেনাজোনের অফিসারগন এ মহতি কার্যক্রমের পরিচালনা  করেন এবং আগামীতে আরো বড় পরিসরে কার্যক্রম করার অভিব‍্যাক্ত করেন। চক্ষু শিবিরের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন হাসপাতালের অধ্যাপক ডা. শুভ চক্রবর্তী।

দক্ষ চক্ষু চিকিৎসক দ্বারা পরিচালিত দিনব্যাপী এ চক্ষু শিবিরে ২০০ জন চক্ষু রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এতে ৫৮ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও ১৫ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং ১০ জন বাছাইকৃত রোগীকে অত্যন্ত স্বল্পমুল্যে চোখের ছানি ও নেত্রনালি অপারেশনের ব্যবস্থা করা হবে।

দিনব্যাপী এ চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতা প্রদান করেন নাদিয়া তাবাচ্ছুম,জহির উদ্দিন,রেজাউল করিম, নুরুল আফসার, জাহাঙ্গীর আলম ও নানিয়ারচর জোনের ক্যাপ্টেন এএমসি আসিফ খান,পাশাপাশি ক‍্যাপ্টেন এএমসি আসিফ খান সাধারণ ১০০ রুগীদের চিকিৎসা সেবাসহ ওষুধপত্র বিতরণ করেছেন।

এদিকে স্থানীয়রা নানিয়ারচর সেনাজোনকে ধন্যবাদ জানান। এ ধরনের মহৎ কাজে অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান সাধারণ জনতা, সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্যে আগামীতে তিনমাস পরপর আরো চক্ষু শিবির পরিচালনা করার জন‍্য আশাবাদ ব‍্যাক্ত করেন।

এমএম