নেত্রকোণায় জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা

নেত্রকোণা প্রতিনিধি মার্চ ২৩, ২০২২, ০৩:৪১ পিএম

নেত্রকোণাঃ জেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে উদ্যোগে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা করা হয়।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব এসডিএফ এর চেয়ারপার্সন মো. আবদুস সামাদ,ব্যবস্থাপনা পরিচালক এ.জেড. এম সাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএফ-এর ময়মনসিংহের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক শেখ নাঈমুর রহমান, জেলা ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন, মো. আব্দুল মোতালেব, আমেনা খাতুন ও মশিউর রহমান, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, যুগান্তর প্রতিনিধি কামাল হোসাইন, মাইটিভি’র জেলা প্রধিনিধি আনিসুর রহমান প্রমুখ। 

কর্মশালায় বক্তারা বলেন, জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও দুর্গাপুরে প্রকল্পটির কার্যক্রম শুরু হবে। প্রকল্পে গ্রামীণ জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো তৈরি ও উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান এবং পরিকল্পিত অর্থনৈতিকি কর্মকাÐের মাধ্যমে অর্ন্তভুক্তিমূলক ও উপযুক্ত অর্থায়নসহ সমন্বিত কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ক্ষমতায়ন নিয়ে কাজ করা হবে বলে জানানো হয়।

সালাহ উদ্দিন খান রুবেল/এমএম