গাইবান্ধাঃ জেলার ফুলছড়িতে নারী ও শিশু নির্যাতন মামলায় এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড ও অপর তিন আসামীদেরকে খালাস দিয়েছে গাইবান্ধা নারী ও শিশু ট্রাইবুনাল একের বিচারক। সেই সঙ্গে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া বাউসী গ্রামের সেলিম মিয়ার শিশু কন্যা সিনথী আক্তার কে একই গ্রামের সায়দারের পুত্র মাজেদুল ইসলাম কালটু ২০১৭ সালেল ৩১ আগষ্ট অপহরন করে নিয়ে গিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশ্বের পুকুরের কচুরিপানার ভিতর লুকিয়ে রাখে। পরে খোঁজাখুঁজির পর সেখান থেকে লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মেয়ের বাবা সেলিম মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
রায় ঘোষণার পর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি শাহীন গুলসান নাহার মুনমুন সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থ পরিবার ন্যায় বিচার পেয়েছেন।দীর্ঘদিন শুনানির পরও আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
মানিক সাহা/এমবুইউ