ব্রাহ্মণবাড়িয়াঃ জেলা শহরের ভাদুঘর এলাকা থেকে ২ কেজি গাজাসহ মো. পাভেল (২৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে মাদক ব্যবসায়ীকে জেলা কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী পাভেলকে আটক করা হয়।
পাভেল জেলা শহরের ভাদুঘর এলাকার মীর মুকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ২০১৮ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশ জানান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক-নির্দেশনায় ১নং শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. হুমায়ুন কবির এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই আব্দুল মোত্তালেব, এএসআই পলাশ চন্দ্র দাশ, সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুরে আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করাকালে মাদক ব্যবসায়ী পাভেলকে ভাদুঘর টি এন্ড টি রোড়ের মায়ের দোয়া অটো গ্যারেজের পাশ থেকে ২কেজি গাজাঁসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অচিরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আটক করা হবে। পুলিশ মাদকের বিরুদ্ধে কাজ করছে।
আগামীনিউজ/এমবুইউ