বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় শুক্রবার (২৫ ফেব্রয়ারি) মধ্যরাতে বসতবাড়িতে জুয়া খেলার অভিযোগে ওই বাড়ির মালিকসহ ৭ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আটককালীন সময় তাদের নিকট থেকে দুই সেট জুয়া খেলার তাস এবং নগদ ৯ হাজার ৪ শত ৬০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার সরদার পাড়া মহল্লার শামছুল মোল্লার ছেলে আকরাম মোল্লা (৩৫), গনি প্রামানিকের ছেলে বাদশা প্রাং(৫০), মৃত সেফু প্রামানিকের ছেলে মকদুল মল্যা (৫৪), নুর ইসলাম বুদ্যার ছেলে আলম (২০), শামছুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮), মৃত নাসির উদ্দিনের ছেলে দিলবর হোসেন (২৮), মহিদুল ইসলামের ছেলে শিমুল সরদার মালুম(৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জুয়া খেলার সময় ৭ জন কে আটক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে শনিবার (২৬ ফেব্রয়ারী) তাদের কে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/এমবুইউ