রূপগঞ্জে অবশেষে মন্ত্রীর কমিটিই বহাল রাখল নবনির্বাচিত চেয়ারম্যান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৩:২৮ পিএম
ফাইল ছবি

নারায়ণগঞ্জঃ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর গ্রামের মসজিদ কমিটিকে কেন্দ্র করে একদল কূচকরীমহলের আদিপত্য বিস্তার করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে জানালে তিনি ২০২০ সালের ১৮ জুন হাজী মোঃ হাকিম ভূইয়াকে সভাপতি করে একটি নতুন কমিটি গঠন করে দেন। কিন্তু বিএনপি ও জামাত শিবিরের কিছু দুষ্কৃতি কারী লোক মন্ত্রীর বানানো কমিটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে এই কমিটি আমরা মানিনা। পরে তারা নিজেরা একটি কমিটি বানিয়ে মসজিদের টাকা আত্যসাৎ করে আসছে। মন্ত্রীর বানানো কমিটির সদস্যরা রূপগঞ্জ থানায় ও ওয়াকফ বোর্ডে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়। এই বিষয়টি কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জায়েদ আলীকে অবহিত করা হলে তিনি গত শনিবার তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে উভয়পক্ষের বক্তব্য শুনে। পরে তিনি বলেন যেহেতু মসজিদের নামকরণ নিয়ে মামলা চলছে মামলার রায় যার পক্ষে আসবে সেই নামেই মসজিদের নামকরণ হবে। কিন্তু বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যে কমিটি বানিয়েছে সে কমিটি আজ থেকে দুই বছর পর্যন্ত চলবে। এর ব্যতিকরম হলে আমি আইনের সাহায্য নিব। এই বলে বিচার কার্য্য সমাপ্তি ঘোষণা করেন।

আগামীনিউজ/এমবুইউ