ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ‍‍`বর্ণমালা বই‍‍`

ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৩:০৩ পিএম

ফরিদপুরঃ জেলার আলফাডাঙ্গায় ভবিষ্যৎ প্রজন্ম সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বর্ণমালা বই বিতরণ করেছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের বিশেষ আবাসন প্রকল্প 'স্বপ্ননগর' এলাকার শিশুদের মাঝে এ বর্ণমালার বই তুলে দেওয়া হয়।

এর মাধ্যমে শিশুদের পরিচয় করানো হবে বাংলা বর্ণমালার সঙ্গে। তাদের শোনানো হবে বাংলা ভাষার গৌরবময় ইতিহাস, জানানো হবে বর্ণমালার সঠিক উচ্চারণের গুরুত্ব।

এসব বিতরণকালে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান, এম টি মেহেদী ও শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, 'ভাষার জন্য শহিদ হওয়ার ইতিহাস শুধু মাত্র বাঙালি জাতিরই আছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা। নিজ ভাষার জন্য তারা নিজের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে। তাই এটা শুধু মুখের ভাষাই নয়, এর সঙ্গে মিশে আছে আমার ভাইয়ের রক্ত এবং গৌরবময় ইতিহাস। আমরা বাংলা ভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষাকে গুরুত্ব দিচ্ছি। যে কারণে বাংলা ভাষা হারিয়ে যেতে বসেছে তার শুদ্ধতা। একটি ভাষার মাধুর্য বৃদ্ধি পায় সে ভাষার বর্ণমালার সঠিক উচ্চারণে। তাই শিশুদের বর্ণমালার সঠিক উচ্চারণ শেখাতে বর্ণমালার বই বিতরণ করা হয়েছে।'

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে 'হৃদয়ে আলফাডাঙ্গা' যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

আগামীনিউজ/এমবুইউ