কুড়িগ্রামে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় ও এ্যাডলোসেন্ট কর্ণার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৪:১৫ পিএম

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ী উপজেলায় নির্বাচিত ৫৪ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় জেমস কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও এ্যাডলোসেন্ট কর্ণার উদ্বোধন  করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিবিএফজি প্রকল্পের আওতায় ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরডিআরএস বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও এ্যাডলোসেন্ট কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম,  প্লান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ কুড়িগ্রাম এর জুলফিকার আলী,  বিবিএফজি প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, প্রজেক্ট অফিসার রেজওয়ান সাতিল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম সহ আরো অনেক।

আগামীনিউজ/এমবুইউ