সিরাজগঞ্জে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৩:২৭ পিএম

সিরাজগঞ্জঃ জেলায় হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর চিহ্নিত করণ সমস্যা সমাধানের জন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করেন অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থা।

ইউএনও মাশুকাতে রাব্বি সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থার সিবিও সমন্বয়কারী মোঃ ওমর ফারুক রাব্বী সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা,সমবায় অফিসার আমাত- উল- ইলাহ খান, পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ প্রমূখ।

বক্তারা বলেন, একজন ট্রান্সজেন্ডার বা হিজড়া ব্যক্তির বৈষম্য প্রথমেই তার পরিবার থেকে শুরু হয়। দরকার আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। পরিবারের পক্ষ থেকে সন্তানদের শিক্ষাঙ্গনমুখী করতে হবে। পরিবার থেকে বৈষম্য শুরু হয়।পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী ক্রমশঃ উন্নতির দিকে যাচ্ছে।

সাধারণ সম্পাদক পায়েল হিজড়া বলেন,আমাদের প্রতি বৈষম্য সকল স্তরে।যেটা  নিজের পরিবার থেকে শুরু হয়। কিন্তু আমাদের নিজেরও মেধা বা যোগ্যতা রয়েছে।নিজ নিজ অবস্থান থেকে আমরা এ মেধা বা যোগ্যতার স্বাক্ষর রাখতে চাই। পূর্ণ বাসেন দাবি জানান হয় মতবিনিময় সভায়।সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

এসময় সাধারণ সম্পাদক পায়েল হিজড়া,খায়রুণ হিজড়া সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এমবুইউ