সিরাজগঞ্জে শপথ নিলেন নির্বাচিত ২ ইউপি চেয়ারম্যান

সিরাজগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৩:০৭ পিএম

সিরাজগঞ্জঃ জেলার সদর উপজেলার কাওয়াকোলা ও মেছড়ার নবনির্বাচিত ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন   স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন। শপথ বাক্য অনুষ্ঠানে সঞ্চালনায় করেন সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি।

নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দ্যেশে জেলা প্রশাসক ড ফারুক আহাম্মদ, বলেন নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মূসা শেখ সহ সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ বাক্যপাঠ করেন কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, মেছড়া ইউপি চেয়ারম্যান  মোঃ আব্দুল মজিদ মাস্টার। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

আগামীনিউজ/এমবুইউ