ভুল মাপে জামা তৈরিকে কেন্দ্রে করে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১০:০৮ এএম
ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার রৌমারীতে শার্ট বানানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হওয়া মিলন মিয়া মারা গেছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত মিলন মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আজিজল হকের ছেলে।

একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে গুরুতর আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক যুবকের গায়ের শার্ট বানানো কেন্দ্র করে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী বাজার এলাকায় সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, ইটালুকান্দা গ্রামের শালু মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৩৬) গাছবাড়ী বাজারের মাইদুল ইসলাম দর্জির কাছে শার্ট তৈরি করতে দেন। শার্ট তৈরির পর মাপমতো শার্ট না হওয়ায় দুজনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশি বৈঠক বসলে উভয় পক্ষ উত্তেজিত হলে বৈঠক পণ্ড হয়ে যায়।

এরই সূত্র ধরে শনিবার বিকেলে গাছবাড়ী গ্রামের নুরুজ্জামানের ছেলে শুভ মিয়া (১৬), ইটালুকান্দা গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে আইনুল হক (১৪) গাছবাড়ী বাজারে আসলে তাকে মারধর করলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রোববার চিকিৎসাধীন অবস্থায় মিলন মিয়ার মৃত্যু হয়।

আহতরা হলেন- ইটালুকান্দা গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে আজিজল হক (৬২) একই গ্রামের আব্দুল মতিনের ছেলে রিপন মিয়া (২৮) ও মোহাম্মদ আলীর ছেলে রুবেল মিয়া (১৫)। অপর পক্ষের গাছবাড়ি গ্রামের জেলাল উদ্দিনের ছেলে রনজন আলী (২৮) ও রনজন আলীর স্ত্রী সোমা খাতুন (১৯)। আজিজল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা আরও জানান, ইটালুকান্দা গ্রামের বানু কুলির ছেলে খায়রুল ইসলামের সাথে গাছবাড়ী গ্রামের আক্কের আলীর ছেলে আক্বর আলী মাস্টার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধও চলছে। এ ঘটনার সাথে ওই বিষয়টিও থাকতে পারে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অলক কুমার বলেন, শনিবার রাতে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার মিলন মিয়া মারা গেছেন। আজিজল হককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া চলছে।

আগামীনিউজ/এসএসআই