সরিষার তেল ভাঙ্গা মেশিনে হাত খোয়ালেন শ্রমিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৯:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়াঃ বেসরকারি একটি সরিষার তেল ভাঙ্গা মেশিনে কাজ করতে গিয়ে সুলতান আহমেদ (৫৩) নামের এক শ্রমিক ডান-হাত খোয়ালেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের খালের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুলতান আহমেদ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকার মৃত মুজিবুর হকের ছেলে। তেল মিলের প্রবীণ শ্রমিক ছিলেন তিনি। তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সুলতান আহমেদ তেল মিলে কাজ করতে যান। সারাদিন ভালই কাছ চলছিল। রাত কাজ করতে গিয়ে হঠাৎ মেশিন ভেতর তার ডানহাত ঢুকে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই মিল বন্ধ করে দেয় মালিক পক্ষ।

তবে এই তেল মিলের এক শ্রমিক জানায়, মিলের ভিতরে শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যবস্থা ছিলনা। তবে মিলের মালিকের নাম জানা গেলেও এবিষয়ে মালিক পক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল সূত্রে জেনেছি তেল ভাঙ্গা মেশিনে কাজ করতে গিয়ে একজন শ্রমিকের আহত হয়েছে। হাসপাতালের পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

আগামীনিউজ/এমবুইউ