লালমনিরহাটে শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ ৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক,লালমনিহাট ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৭:২০ পিএম
ছবিঃ আগামী নিউজ

লালমনিরহাটঃ জেলার হাতীবান্ধায় শালবনে শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নওদাবাস শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা বন কর্মকর্তা খায়রুল ইসলাম (৪৫) ও উপজেলার নওদাবাস শালবন এলাকার আব্দুল মজিদ (৭৫), রমিচা বেগম (৫৫), বিনোদ চন্দ্র বর্মন (৫৫) ও জাহানারা বেগম (৫০)।

জানা গেছে, একটি শিয়াল বনের ভেতর থেকে বের হয়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে কামড় দেয়। পরে এটি বন বিভাগের অফিসে ঢুকে বন কর্মকর্তা খায়রুল ইসলামকে কামড় দিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রেহেনুমা ইসলাম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওদাবাস বন কর্মকর্তা আহত খায়রুল ইসলাম বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগে একটি শিয়াল রুমে প্রবেশ করে হাত-পায়ের কয়েক জায়গায় কামড় দেয়। এর আগে এমন কোনো দিন ঘটেনি।

আগামীনিউজ/এসএসআই