নদী বাঁচাও‍‍`র দাবিতে হাতীবান্ধায় গ্রীন ভয়েস‍‍`র মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:৫২ পিএম

লালমনিরহাটঃ নদী বাঁচাও-জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা, সানিয়াজান, সিংগীমারীসহ দেশের সকল নদী দখল-দূষণ মুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি করেছে পরিবেশ বাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

এ সময় বিভিন্ন স্তরের অর্ধ-শতাধিক মানুষ অংশ নেন।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সিন্দুর্না ইউনিয়নে তিস্তা চরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস'র লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি রেদওয়ান রাঙা, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক আশিকুর রহমান আশিক, গ্রীন ভয়েস'র হাতীবান্ধা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাজহারুল রিফাত, সদস্য শারাফাত হোসেন মাসুম, রবিউল ইসলাম জীবনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, নদী গুলা খনন করা অত্যন্ত জরুরি, নদী খনন না করার কারণে অনেক মানুষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা চাই নদী গুলা খনন করা হোক এবং এর মাধ্যমে নদীর সঠিক গতি ফিরে আসুক।

আগামীনিউজ/এমবুইউ