রাত পোহালে সাদুল্লাপুরে ভোট, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি জানুয়ারি ৩০, ২০২২, ০১:৪১ পিএম

গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি)'র ষষ্ঠ ধাপে উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জম। 

রোববার  (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরঞ্জমগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদরপুর, ফরিদপুর, ধাপেরহাট, ভাতগ্রাম, ইদিলপুর ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে আগামীকাল ৩১ জানুয়ারি ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইসব ইউনিয়ন থেকে রাজনৈতিকভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন, জাতীয় পার্টির ৫ জন, জাকের পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র হিসেবে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া মহিলা সংরক্ষিত পদে ১৫০ ও সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছে।

উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭৯টি ও ৫৭১টি ভোটকক্ষে ১  লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪১ জন ও নারী ৮৬ হাজার ৫৩১ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলার ০৮টি ইউনিয়নে ৩১ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫৯, মহিলা সংরক্ষিত ১৫০ ও সাধারণ সদস্য পদে ৪১০ জনসহ মোট ৬১৯ জন প্রার্থী তাদের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

আগামীনিউজ/বুরহান