ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলমান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে ৪টার দিকে রাধিকা বাজারে এলাকায় একটি ওয়ার্কসপে দোকানে এ ঘটনা ঘটে।
সোলমান উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার সালু মিয়ার ছেলে।
নিহতের ভাই মহসিন ও হাসপাতালে সূত্রে জানা যায়, সোলমান রাধিকা বাজারের দক্ষিন পাশের একটি ওয়ার্কসপে ওয়েল্ডিং মিস্ত্রীর কারিগর হিসেবে কাজ করতেন। ওয়ার্কসপের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে মেশিনটি সিএনজির সাথে বিদ্যুতায়িত হয়। এতে সোলমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে সোলমানকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকো তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খান রিয়ান মাহমুদ জিকো জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই সোলমান মারা গেছে। লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোলমান নামের এক ওয়েল্ডিং মেশিনের কারিগর বিদ্যুৎস্পৃষ্ট মারা গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
আগামীনিউজ/এসএস